Homeধর্মহজ পালনে আগ্রহীদের বয়সসীমা নিয়ে কিছু জানায়নি সৌদি :...

হজ পালনে আগ্রহীদের বয়সসীমা নিয়ে কিছু জানায়নি সৌদি : ধর্ম প্রতিমন্ত্রী

আজ (সোমবার) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, ৬০ বছরের বেশি বয়সী কেউ হজে যেতে পারবেন না, এমন কোনো তথ্য জানায়নি সৌদি সরকার। এমনকি কতজন এবার হজে যেতে পারবেন, সেই কোটাও চূড়ান্ত হয়নি।

তিনি জানান, পবিত্র হজ পালনে এ বছর যারা নাম নিবন্ধন করেছেন তাদের ৩৮ হাজার চারশ’ তিনজনের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আর ষাটোর্ধ্ব হজযাত্রী ২২ হাজার তিনশ’ তিন জন। অন্যদিকে, ১৮ বছরের নিচের হজযাত্রীর সংখ্যা পাঁচশ’ ২৫ জন। এসব যাত্রীর মধ্যে প্রায় তিন হাজার জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়। আর বাকি ৫৮ হাজারের বেশি হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থায়। করোনা মহামারির কারণে এবার ঠিক কতজন বা কত বছর বয়সীরা হজ পালনের সুযোগ পাবেন, সে বিষয়ে সৌদি সরকার এখনো কিছু জানায়নি বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে সবাইকে মে মাসের আগেই টিকা দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এই পরিকল্পনার অংশ হিসেবে হজ পালনের জন্য ৬১ হাজার নিবন্ধনকারীকে করোনার টিকা দেয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার।

Advertisement