Homeসব খবরআন্তর্জাতিকস্বর্ণের দাম কমেছে

স্বর্ণের দাম কমেছে

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৬৫৮ দশমিক ৭৭ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি তা বিকোচ্ছে ১৬৬২ দশমিক ৩০ ডলারে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আগামীতে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে। ফলে মূল্যবান ধাতুটির মূল্য কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম ওয়াইকফ্ফ বলেন, মার্কিন অর্থনীতি ও ডলার সূচক বাড়ায় চাপে পড়েছে স্বর্ণের বাজার। ডলার সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে ক্রেতাদের কাছে আকর্ষণ হারিয়েছে স্বর্ণ। সাধারণত, বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের সঙ্গে বিবেচিত হয় স্বর্ণ। ফলে একটির দরপতন হলে অন্যটির ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।

অব্যাহত বাণিজ্য ঘাটতির মধ্যেও তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। এছাড়া সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াতে পারে ফেড। ধারণা করা হচ্ছে, এবারও ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে পারে তারা। এতে ডলারের দাম বেড়ে যাবে। সার্বিকভাবে চাপে পড়েছে স্বর্ণের বাজার।

Advertisement