Homeসব খবরআন্তর্জাতিকস্বর্ণের দাম আরও কমলো

স্বর্ণের দাম আরও কমলো

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বিশ্বজুড়ে শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় ধাতুটির আবেদন হ্রাস পেয়েছে। ফলে দরপতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সোমবার (২৭ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে ১ দশমিক ১৯ শতাংশ। আউন্সপ্রতি দর স্থির হয়েছে ১৯৫৩ ডলার ৭০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৯৭৮ ডলার।

একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১৪৩ শতাংশ। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৫ ডলার ৫০ সেন্টে। এফএক্সটিএমের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, গত সপ্তাহে আউন্সপ্রতি স্বর্ণের দাম ২০০০ ডলার ছাড়িয়েছিল। এরপর থেকেই দামি ধাতুটি দর হারাচ্ছে।

নেপথ্য কারণ দেখিয়ে তিনি বলেন, প্রধান বৈশ্বিক মুদ্রা ডলার স্থিতিশীল হয়েছে। এছাড়া মুদ্রানীতি নিয়ে মিশ্র সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে স্বর্ণের দাম কমছে।

Advertisement