Homeসব খবরজাতীয়সোহরাওয়ার্দীর গাছ কেটে কী বানানো হবে, জানতে চান ব্যারিস্টার...

সোহরাওয়ার্দীর গাছ কেটে কী বানানো হবে, জানতে চান ব্যারিস্টার সুমন

গত বৃহস্পতিবার (৬ মে) উদ্যানের ভেতরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গাছ কেটে সেখানে কী তৈরি করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘গাছ যখন লাগানো হয় একটা সময় গাছ কাটতে হয়। এটা হচ্ছে নিয়ম। গাছ কাটলে কিন্তু বেশিরভাগ মানুষের ব্যবসা হয়, ইনকাম হয়। কিন্তু কোন জায়গায় গাছ কাটবেন? কোন জায়গার গাছ কাটলে ব্যবসা হয় সেটাও কিন্তু দেখার বিষয়।’

তিনি বলেন, ‘কুরবানির পশু যেভাবে জবাই হয়, এই গাছগুলো কাটা হবে অল্পদিনের মধ্যে। এখানে বড় বড় বিল্ডিং স্ট্রাকচার হবে। এটা কোন জায়গাটা এটাও আপনাদের দেখার বিষয়। এটা হচ্ছে রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান। মানে হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু যেখানে ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন। এখন এই উন্নয়নের দায়িত্ব নিয়েছেন হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় উন্নয়নের নামে শতবর্ষী গাছ কেটে, এগুলো রাতের আঁধারে কেটে রাখা হয় এবং যে জায়গায় কেটে রাখা হয় আপনারা দেখবেন মনের মধ্যে একটা চোর চোর ভাব আছে। গাছ দিয়ে লুকিয়ে যাতে কেউ যেন না দেখে। গাছ কাটলে যে চিৎকার-চেঁচামেচি এটা না, পরিবেশের জন্য যদি কখনও কখনও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়, গাছ কাটতে হয়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে এই ধরনের উন্নয়ন আসলে মেনে নেয়ার মতো না ‘

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘পৃথিবীতে যেখানে একটা গাছে রেখে দেয়ার জন্য একটা বাড়ি রিফাইন করা হয়; গাছটা রেখে যেন বাড়িটা বানানো হয়। এখানে উত্থান সোহরাওয়ার্দী উদ্যান, চিন্তা করতে পারেন যে…কথায় কথায় খালি চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধুর এসব কথা বলে বলে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের মনেও। কারণ প্রকৃতিকে ভালবাসে সবাই। আর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় যারা বঙ্গবন্ধুর নামে একটা বুক কর্ণার বানাবে, এজন্য ২০ কোটি টাকা আরেক দুই নম্বর লোককে দিয়ে এই টাকা ছাড় নেয়ার ধান্দায় আছে। এটা হাইকোর্টে আমি নিজে বাদী হয়ে করা রিট আবেদন পেন্ডিং অবস্থায় আছে।’

Advertisement