Homeসব খবরক্রিকেটসেঞ্চুরি করবে কল্পনাও করতে পারেননি মিরাজ

সেঞ্চুরি করবে কল্পনাও করতে পারেননি মিরাজ

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে নিজের আনন্দেরকথা জানাতে গিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, “ব্যাটিংয়ে নামার সময় এমন কিছু মাথায় ছিল না। তবে সবসময় চিন্তা করছিলাম। খেলা শুরুর আগে, আমার প্রথম যে কোচ আল মাহমুদ, খুলনা থেকে আমাকে ফোন করেছিলেন যে, এই ম্যাচে একটা সেঞ্চুরি দেখতে চাই। কিন্তু আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এটা কী করে সম্ভব। আট নম্বরে নেমে সেঞ্চুরি করা কীভাবে সম্ভব!’

মিরাজ আরও বলেন, ‘সে (আল মাহমুদ) আমাকে সবসময় উৎসাহ দিচ্ছিল, বলছিল-তুই যদি ভালোভাবে খেলতে পারিস, ভালো সুযোগ আছে, সেঞ্চুরি হতে পারে। সাহস দিচ্ছিল। তবে এটা বলতে চাই যে, আমার নিজের ভেতরে বিশ্বাস হচ্ছিল না। তবে এখন তো আল্লাহ্র অশেষ রহমতে নিজেকেও বিশ্বাস করছি যে, শেষের দিকে যদি ব্যাটসম্যান ভালো খেলে বা বোলার সাপোর্ট করে; তাহলে ভালো রান করা, সেঞ্চুরি করা সম্ভব।’

মেহেদি হাসান মিরাজ আরো বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্র কাছে লাখ লাখ শুকরিয়া। খুব ভালো লাগছে যে, আসলে এরকম একটা সেঞ্চুরি… খুব ভালো লাগছে এবং আসলে অবিশ্বাস্য। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এমন সেঞ্চুরি ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ? জানতে চাওয়া হলে মিরাজের উত্তর, ‘একটা জিনিস দেখেন, আমি যখন শুরু করেছি, তখন আমি হয়তো ভালো ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করেছি নিজের যতটুকু উন্নতি করা যায়। আমি মনে করি, গত কয়েকদিনে যা কাজ করেছি, তা অনেক ভালো হয়েছে। সেটার জন্য হয়তো আজকের ব্যাটিংটা ভালো হয়েছে, আল্লাহ্র রহমতে রান করতে পেরেছি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূরণ করেন মেহেদি হাসান মিরাজ।

Advertisement