Homeফুটবলসাবিনাদের দাঁড়িয়ে থাকার কথা বাদ দিন, উদযাপন করুন

সাবিনাদের দাঁড়িয়ে থাকার কথা বাদ দিন, উদযাপন করুন

সংবাদ সম্মেলনের শুরুতে অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ গোলাম রব্বানি ছোটন সামনের সারির আসনে বসেছিলেন। তাদের সারিতে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি সালাম মুর্শেদিসহ অনেকে। নেপাল থেকে দেশে ফিয়ে ছাদখোলা বাসে প্রায় চার ঘণ্টা ভ্রমণের পর বাফুফে ভবনে পৌঁছেছিলেন সাবিনারা। সাফজয়ী মেয়েদের কয়েকজন যখন রাত পৌনে ৯টার দিকে সংবাদ সম্মেলনে আসেন, তাদের মুখে আনন্দের পাশাপাশি ছিল ক্লান্তির ছাপও।

সংবাদ সম্মেলনের মাঝামাঝিতে উপস্থিত হন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আসন ছেড়ে দেন সাবিনা। ছোটন পরে পেছনে গিয়ে দাঁড়ান। এটা নিয়ে পরে সর্বত্র শুরু হয় সমালোচনা। কেন ফুটবলারদের সবাই পেছনে দাঁড়িয়ে থাকলেন, কেন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয় নাই, তা নিয়ে ওঠে কথার ঝড়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের দিকে প্রশ্ন ছুটে যায়। উত্তর আসে, ‘এসব বাদ দিন। খেলোয়াড়দের নিয়ে উদযাপন করুন।’ ‘যেটা ঘটেছে আপনাদের সামনেই ঘটেছে। আপনারা জানেন কি হয়েছিল। মন্ত্রী এসেছিলেন। স্পেস দেয়ার ব্যাপার থাকে। আমরা অনেককিছুই ব্যবস্থার ট্রাই করি। আবার তাও অনেককিছু হয়ে যায়।’

সংবাদ সম্মেলনে পরে অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা দেশের মানুষকে আনন্দ দিতে পেরেছি। তারা আনন্দিত হয়েছে। আমি চাই সবাই হাসিমুখে থাকুক। কেউ মন খারাপ করে থাকুক চাই না।’

Advertisement