Homeসব খবরজেলার খবরসাড়ে ১০ কেজির আইড় মাছ ২২ হাজারে বিক্রি!

সাড়ে ১০ কেজির আইড় মাছ ২২ হাজারে বিক্রি!

মাছটি দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটে নিয়ে আসলে এক মাছ ব্যবসায়ী মাছটি ২১ হাজার টাকায় কিনে নেয়। রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরে পড়েছে সাড়ে ১০ কেজি ওজনের আইড় মাছ।

আজ দুপুরে দৌলতদিয়া ৭ নাম্বার ফেরিঘাটের কাছাকাছি কাছ ধরতে যাওয়া জেলে জিন্না হালদারের জালে সাড়ে ১০ কেজি ওজনের বিশাল আইড় মাছটি ধরা পড়ে। মাছটি ধরার পর জেলে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটে নিয়ে আসা হলে শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি ২১ হাজার টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি ৫ নাম্বার ঘাটে নিয়ে আসলে প্রতি কেজি ২ হাজার টাকা দরে ২১ হাজার টাকায় কিনে নেই। পরে মাছটি প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে ২২ হাজার ৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার হোসেন সাবু বলেন, শীতকাল হওয়ায় নদীর পানি কমেছে। ফলে বড় বড় মাছ ধরা পড়ছে। বড় মাছ ধরা পড়ায় ব্যবসায়ীদের পাশাপাশি লাভবান হচ্ছেন জেলেরাও।

Advertisement