Homeসব খবরক্রিকেটসাকিব ভাই দলে থাকা মানে একের ভিতর দুই :...

সাকিব ভাই দলে থাকা মানে একের ভিতর দুই : সৌম্য

অলরাউন্ডার সাকিব আল হাসান। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অনিয়মিত তিনি। এক বছরের নিষেধাজ্ঞা পর জাতীয় দলের ফিরল এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়া বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিব আল হাসানকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও ছিলেন না তিনি। তবে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন সাকিব আল হাসান।

বর্তমানে আইপিএলে খেলতে ভারতে অবস্থান করছেন তিনি। তবে দ্রুতই দেশে ফিরে বাধ্যতামূলক ১৪ দিনের কঠোর কোয়ান্টায়নে থাকতে হবে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান বাংলাদেশ দলে না থাকার অভাব পড়েছে যার ধারণা গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মুখ থেকে শোনা গিয়েছে।

সাকিব আল হাসান বাংলাদেশ দলে একাদশে থাকা মানে আরো একজন বাড়তি ক্রিকেটার থাকা। এটাই আজও স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ফাঁকে সৌম্য সরকার বলেন, “সাকিব ভাই ও মোস্তাফিজ দলের সাথে যোগ দিবেন এই সিরিজে। বিশেষ করে সাকিব ভাই থাকা মানে একের ভিতর দুই। তাই এই সিরিজে ভালো খেলে ট্রফি নিজেদর ঘরে রাখার চেষ্টাই করবো আমরা। “

তিনি আরো বলেন, ”বর্তমান সময়ে টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা টেস্ট সিরিজও ভালো করতে পারেনি টাইগাররা। তবে পুরনো স্মৃতি মনে না করে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে চান সৌম্য সরকার।”

“নিউজিল্যান্ডের বিপক্ষে কী করেছি সেটা নিয়ে আর ভাবতে চাই না। আমরা এখন ভাবছি শ্রীলঙ্কার সাথে কীভাবে ভালো করা যায়। আসলে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছি আমরা। তবে ম্যাচ বাই ম্যাচ খেলেই আমাদের এগিয়ে জয় নিশ্চিত করতে হবে।”

সৌম্য সরকার আরো বলেন, ”আমাদের দল কয়েকদিন আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছে শ্রীলঙ্কা থেকে। সে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ওয়ানডে স্কোয়াডে রয়েছে। তাই শ্রীলঙ্কা দল সম্পর্কে ভালোই ধারণা রয়েছে আমাদের। আশা করি আমরা সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবো।”

এদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে প্রথম ওয়ানডেতে মুখোমুখি লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Advertisement