Homeসব খবরক্রিকেট‘সাকিব কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার’

‘সাকিব কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার’

গতবছর কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে যোগ দেয়ায় টাইগার অল-রাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিসহ সমালোচনায় ঘটনায় হাইকোর্ট জানিয়েছে, একজন ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবেন, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো হত্যার হুমকি দিতে পারে না তাকে।

সাকিবকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় মহসীন তালুকদার নামের এক ব্যাক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ৯ মার্চ, মঙ্গলবার আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহর উপস্থিতিতে আসামির জামিন আবেদনের শুনানিকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এসময় সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় আটক আসামি মহসীন তালুকদারকে জামিন দেওয়া হবে না কেন তা জানতে চেয়েও হাইকোর্ট রুল জারি করেছে।

উল্লেখ্য গত বছর ১৫ নভেম্বর রাতে ফেসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন মহসীন তালুকদার নামের এক যুবক। এর আগে ১৭ নভেম্বর সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় তাকে এমন হুমকি দেওয়া হয়। হুমকি দেয়ার পর ১৭ নভেম্বর সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় মহসীন তালুকদারকে।

Advertisement