Homeসব খবরক্রিকেটসাকিবের শাস্তি, ক্লাবের সামনে মোহামেডান সমর্থকদের বিক্ষোভ

সাকিবের শাস্তি, ক্লাবের সামনে মোহামেডান সমর্থকদের বিক্ষোভ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অখেলোয়াড়চিত আচরণের জন্য মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমতাবস্থায় মতিঝিলে এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন সমর্থকরা।

শনিবার সন্ধ্যায় মিটিং শেষে সাকিবের শাস্তি ঘোষণা করে ডিপিএল কর্তৃপক্ষ। এর আগে দুপুরের মাঝেই ছড়িয়ে পড়ে, চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সাকিব। এর পরই বিক্ষোভে ফেটে পড়েন মোহামেডান সমর্থকরা। তারা অবস্থান নে প্রিয় ক্লাব মোহামেডান কার্যালয়ের সামনে।

সমর্থকরা কোনভাবেই সাকিবের শাস্তি মেনে নিতে পারছেন না। তাদের দাবি, সাকিবের শাস্তি হলে আম্পায়ারদেরও শাস্তি হওয়া উচিৎ। এছাড়া খালেদ মাহমুদ সুজনের অসদাচরণের বিষয়েও সবার চুপ থাকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। এ ম্যাচে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান বেশ কয়েকটি আলোচিত ঘটনার জন্ম দেন।

জমজমাট ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্রথমে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা দিলে রেগে গিয়ে তিনটি স্ট্যাম্পই মাটিতে আছড়ে ফেলেন তিনি।

সবশেষ আবাহনী ডাগআউটের সামনে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায় তাকে। এতসব কাণ্ডের পরই বোঝা গিয়েছিল বড় ধরণের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাকিব। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ঘটনার পর ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেছিলেন সাকিব। তবে এ যাত্রায় ছাড় পেলেন না তিনি।

Advertisement