Homeসব খবরক্রিকেটসাকিবের পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলবেন কে?

সাকিবের পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলবেন কে?

অবশেষে জানা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। চট্টগ্রামে প্রথম টেস্টের পর আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর সাকিব আল হাসান আর টিম হোটেলে ওঠেননি। বায়ো-বাবল ভেঙে তিনি চলে যান বাসায়। তখনই বোঝা গেছে, সাকিব হয়তো আর ঢাকায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না। শেষ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নিশ্চিত করা হলো, সাকিব দ্বিতীয় টেস্টে নেই।

সাকিব আল হাসানের বাম উরুর ইনজুরির কারণে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হয়, সেটাও নিশ্চিত নয়। যদিও বিসিবির মেডিকেল টিমই সাকিবের উরুর ইনজুরির বিষয়টি পুরো দেখভাল করবে। আর বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ঢাকায় দ্বিতীয় টেস্টে দলে থাকতে পারবেন না সাকিব আল হাসান।’

এদিকে সাকিবের এর পরিবর্তে বাংলাদেশ দলে কোন ক্রিকেটারকে নেয়া হবে কিনা এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে কোয়ারেন্টাইন বিবেচনা করে হয়তো সাকিবের পরিবর্তে কাউকে স্কোয়াডে না রাখতে পারে বিসিবি। তবে বাতাসে গুঞ্জন উঠেছে সাকিবের পরিবর্তে দেখা যেতে পারে মাহমুদুল্লাহকে।

Advertisement