Homeসব খবরজেলার খবরসবজি চাষে মাসে আয় ৭০ হাজার টাকা

সবজি চাষে মাসে আয় ৭০ হাজার টাকা

দীর্ঘদিন কুয়েতে থেকে ২০০৮ সালে দেশে ফিরে। দেশে ফিরে বসে না থেকে পারিবারিক সম্পত্তির পাশাপাশি নিজের বিদেশের উপার্জিত টাকা দিয়ে কিছু জমি ক্রয় করেন। বেকার সময় কাটানর জন্য শখের বসে বাড়ির চারপাশে রোপণ করেন লিচু এবং বিভিন্ন রকমের সবজি। এখন শাকসবজি চাষ করে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় হয় তার। সিলেটের জুড়ী উপজেলার হামিদপুর গ্রামের রজাক মিয়া সবজি চাষের মাধ্যমে মাসে আয় করছেন ৬০-৭০ হাজার টাকা।

সম্পূর্ণ পরিবেশবান্ধব, রাসা’য়নিক সা’র ও রাসা’য়নিক বালাইনাশক ছাড়া সবজি আবাদ করছেন তিনি। চলতি মাসে মাসে প্রায় ৬০-৭০ হাজার টাকার লাউ এবং অন্যান্য সবজি বিক্রি করেছেন তিনি। পাশাপাশি আত্মীয় স্বজনের বাড়িতেও পাঠিয়েছেন অনেক লাউ। লাউ বাগান দেখে মনে হবে, কোন পেশাদার চাষি যেন এ ক্ষেত করেছেন। উপজেলা কৃষি অফিস থেকে দুই বছর আগে কমলার চারা নিয়ে তিনি কমলা বাগানও করেছেন। লাউয়ের পাশাপাশি রয়েছে লিচু গাছ, নিচের অংশে রয়েছে কমলা বাগান।

রজাক মিয়া বলেন, বিদেশ থেকে এসে দেশে বেকার সময় কাটানর জন্য লিচু বাগান করি। পরে কমলা বাগান পাশাপাশি লাউয়ের চারা রোপণ করে অনেক লাভবান হয়েছি। ভোরে ফজরের নামায পড়ে ক্ষেতে যাই, নয়টার দিকে বাড়িতে চলে আসি, আবার আছরের নামাযের পর ক্ষেতে গিয়ে দেখাশোনা করি। এভাবে সামান্য পরিশ্রমে য়ামার ভালো সময় কাটে আবার সবজি ফল বিক্রি করে লাভবান হচ্ছি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন বলেন, রজাক যেন একজন একজন আদর্শ কৃষক হতে পারে সেজন্য আমরা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছি। পোকামাকড় দমনের ক্ষেত্রে ফেরোমন ফাঁদ, ইউলাইস্টেকার ব্যবহার করা হচ্ছে। যেখানে পোকা বসলে মারা যায়। সম্পূর্ণ জৈবিক উপায়ে ফসল ফলানো হয়। এতে খরচ কম লাভ বেশি। ক্ষেতে রাসায়নিক কী’টনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না।

Advertisement