Homeসব খবরজাতীয়সংসদের জন্য বরাদ্দ ৩৩৬ কোটি

সংসদের জন্য বরাদ্দ ৩৩৬ কোটি

২০২১-২০২২ অর্থবছরের বাজেটে জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এক কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাজেটের অনুমোদন দেয়া হয়।

২০২১-২০২২ অর্থবছরের বাজেটের আকার আগের সব বাজেটের চাইতে বড়। স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেটের অংকটা ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।

২০২০-২০২১ অর্থবছরের জাতীয় সংসদের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছিল ৩৩৫ কোটি টাকা। পরে তা সংশোধন করে ৩১৩ কোটি বরাদ্দ দেয়া হয়। এবারের বাজেটে সংসদের জন্য বাজেট প্রস্তাব করা হলো ৩৩৬ কোটি টাকা।

Advertisement