Homeসব খবরক্রিকেটশ্রীলঙ্কা সিরিজ জয় আমাদের গর্ব করা উচিত : সাকিব

শ্রীলঙ্কা সিরিজ জয় আমাদের গর্ব করা উচিত : সাকিব

প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও খুশি হতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশকে গর্ব করা উচিত বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সিরিজ শেষ হওয়ার পরের দিন আজ রাজধানীর একটি হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের শেষটা নিয়ে হতাশার কথা বললেন তিনিও। তবে প্রাপ্তিটুকু তার কাছে আরও বড়।

“আমার তো মনে হয়, খুবই ভালো (সিরিজের ফল)। প্রথমবার আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতলাম। সেক্ষেত্রে খুবই ভালো। অবশ্যই ৩-০ তে জিততে পারলে ভালো হতো। সঙ্গে এটাও বলতে হবে, শ্রীলঙ্কা তাদের সেরা ক্রিকেট খেললে ফল অন্য দিকেও যেতে পারত।”

“সবমিলিয়ে আমি মনে করি, যে সিরিজটি গিয়েছে, এটি নিয়ে আমাদের সবার গর্ব অনুভব করা উচিত এবং এখান থেকে আরও সামনে যাওয়া উচিত।” বাংলাদেশের পরবর্তী লক্ষ্য জিম্বাবুয়ে। সেখানে বিশ্বকাপের সুপার লিগের তিনটি ওয়ানডে ম্যাচ সহ একটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

Advertisement