Homeসব খবরক্রিকেটশ্রীলংকার বিপক্ষে ম্যাচ হেরে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হারাল বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ হেরে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট হারাল বাংলাদেশ

সিরিজ আগেই নিশ্চিত ছিল। শেষ ম্যাচে নিজেদের ভুলগুলি শুধরে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। কিন্তু দুই ম্যাচ জিতে তৃপ্তির ঢেকুড় তোলা বাংলাদেশ শেষ ম্যাচে স্রেফ উড়ে গেল। প্রথমে ব্যাট হাতে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা সেঞ্চুরি করলেন।

এরপর বল হাতে পেসার দুষমন্ত চামিরার ৫ উইকেটে তছনছ বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় শ্রীলঙ্কার করা ৬ উইকেটে ২৮৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ করতে পারল ১৮৯ রানে। ৯৭ রানের বিশাল পরাজয়ে বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট হাতছাড়া করলো বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথমবার এ প্রতিযোগিতায় পয়েন্ট পেল। সব মিলিয়ে তাদের পয়েন্ট ৮। বাংলাদেশ ৫০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার।

শ্রীলঙ্কা শেষটা ভালো করে চড়া হাসি নিয়ে মাঠ ছাড়ল। তামিমদের হাতে সিরিজের শিরোপা, অথচ শিরোপা উদযাপন একেবারেই সাদামাটা। ম্যাচ হেরে ক্লিনশিট রাখার পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের ১০ পয়েন্ট হাতছাড়া হওয়ার কষ্ট তো পাওয়ার কথা।

Advertisement