Homeসব খবরপ্রযুক্তিশুভ জন্মদিন ফেসবুক

শুভ জন্মদিন ফেসবুক

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জন্মদিন। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গের হাত ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যাত্রা শুরু হয়েছিল। সে হিসেবে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ১৭ বছরে পা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় ই সাইটটি।

২০০৪ সালে ‘দ্য ফেসবুক’ নামে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনলাইনে একত্রীকরণের পরিকল্পনা থেকে শুরু হয় ফেসবুকের যাত্রা। এর সহপ্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাত ধরেই ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল। ১৬ বছর পূর্ণ করা ফেসবুকের বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা ২৬০ কোটির বেশি, যা বৃহত্তর একটি দেশের মোট জনসংখ্যার চাইতেও বেশি। এদের মধ্যে সারা বিশ্বে ১৭০ কোটি ব্যবহারকারী প্রতিদিন ফেসবুক ব্যবহার করে।

বিশ্বের মোট জনসংখ্যার এক-সপ্তমাংশ প্রতি মাসে অন্তত একবার ফেসবুক ব্যবহার করেন। আর প্রতি মিনিটে কমপক্ষে দুই হাজার মানুষ ফেসবুকে লগইন করে থাকেন। ফেসবুকের সদর দফতর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অবস্থিত।

Advertisement