Homeসব খবরজাতীয়শুক্রবার থেকে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

শুক্রবার থেকে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

চলতি মাঘ মাসের শুরুতেই বেড়ে গেছে শীতের প্রভাব। আকাশে বেড়েছে মেঘের উপস্থিতিও। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আছে ঘন কুয়াশা। এদিকে শীতের তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার (২২ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন স্থানে জেকে বসবে শৈত্যপ্রবাহ। আজ বুধবার আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, আগামী শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নিতে পারে। বর্তমানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। তবে এটা শৈত্যপ্রবাহ না। দেশের সব স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি।

শাহীনুর রহমান আরো বলেন, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। বৃষ্টির মাধ্যমে মেঘ কেটে যাবে, আগামী শুক্রবার থেকে আবার দিনের তাপমাত্রা বেড়ে যাবে এবং রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তখন ফের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার সারা দেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত।

Advertisement