Homeফুটবলশিরোপার সম্ভাবনায় প্রথমেই ব্রাজিল, চতুর্থ স্থানে আর্জেন্টিনা

শিরোপার সম্ভাবনায় প্রথমেই ব্রাজিল, চতুর্থ স্থানে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের ডেটা অ্যানালিস্ট প্রতিষ্ঠান ফাইভথার্টিএইটের মতে, এবার শিরোপা জেতার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের ধারেকাছেও নেই লিওনেল মেসির আর্জেন্টিনা।

কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ইতি টেনেছে শেষ ষোলোর খেলা। শিরোপা ধরতে এবার দলগুলো মাঠে নামবে কোয়ার্টার ফাইনাল লড়তে। তবে শিরোপার লড়াইয়ে কারা এগিয়ে?

ফাইভথার্টিএইট বলছে, অন্য যেকোনো দলের চেয়ে ব্রাজিলের কাতার বিশ্বকাপের শিরোপা জেতার সম্ভাবনা দ্বিগুণেরও বেশি। শতাংশের হিসেবে নেইমারদের শিরোপা জেতার সম্ভাবনা ৩৩।

সংগৃহীত ছবি

ফাইভথার্টিএইটের মতে, ব্রাজিলের সেমিফাইনাল ও ফাইনালে ওঠার সম্ভাবনাও অন্য ৭ দলের চেয়ে বেশি। সেলেসাওদের সেমিফাইনালে পা রাখার সম্ভাবনা ৭৭ শতাংশ। পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও মরক্কোর জন্য সংখ্যাগুলো যথাক্রমে ৬৮, ৫২, ৫৮, ৪৮, ৪২, ২৩ ও ৩২ শতাংশ। আবার ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ। অন্য সাত দলের সম্ভাবনা চল্লিশের ঘরেও নেই।

কোয়ার্টার ফাইনালের আটটি দল হলো: ক্রোয়েশিয়া, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস ও মরক্কো। এই আট দলের মধ্যে হবে প্রতিযোগিতা।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর প্রথম ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। একই দিন মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স মাঠে নামবে ১০ ডিসেম্বর। দুটি সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর।

Advertisement