Homeসব খবরজাতীয়শর্ত মেনেই বাস চালুর দাবি মালিকদের

শর্ত মেনেই বাস চালুর দাবি মালিকদের

চলমান লকডাউনে খোলা রয়েছে মার্কেট, অফিস, গার্মেন্টস। সড়কে চলছে বাস ছাড়া অন্য সব যানবাহনও। শুধু বন্ধ রয়েছে গণপরিবহন। ২৪ এপ্রিল থেকে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দেশের ৫০ লাখ পরিবহন শ্রমিক।পরিবহন শ্রমিকরা বলছেন, কাজ না থাকায় তাদের উপার্জন নেই। তারা আছে নানা সংকটে।

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন ও ৬০ শতাংশ বর্ধিত ভাড়া নেওয়ার শর্তে গণপরিবহন চালু করার দাবি জানিয়েছেন পরিবহন মালিকেরা। তারা বলছেন, রাজধানীসহ দূরপাল্লার পথেও বাস চালু করতে চান তারা। এ ক্ষেত্রে অর্ধেক আসন ফাঁকা রেখে চালানো যেতে পারে। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও তারা তৎপর থাকবেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলবে ৫ মে পর্যন্ত। তবে এর আগে থেকেই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালাতে চান মালিক-শ্রমিকরা।পরিবহন মালিকরা বলছেন, এ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আলোচনার মাধ্যমে দাবিও জানিয়েছেন তারা।

শুরুতে অর্ধেক আসন ফাঁকা রেখে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চালু হতে পারে বলে মনে করছেন পরিবহন মালিকেরা। পরে পরিস্থিতি বুঝে দূরপাল্লার পথে চালু করা যেতে পারে।

Advertisement