Homeসব খবরআন্তর্জাতিকশনিবার পৃথিবীতে আছড়ে পড়তে পারে চীনের রকেটের টুকরো

শনিবার পৃথিবীতে আছড়ে পড়তে পারে চীনের রকেটের টুকরো

চীনের প্রথম স্থায়ী মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা রকেটের একটি বিচ্ছিন্ন টুকরো পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। শনিবার যে কোন সময় এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে।

তবে পৃথিবীর কোন প্রান্তে এটি আছড়ে পড়বে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পেন্টাগণ। লং মার্চ ফাইভ-বি নামের রকেটের এই টুকরোটি প্রায় ১০০ ফুট লম্বা, ওজন ২১ টন। ঘন্টায় প্রায় ২৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এটি।

এ ঘটনায় মহকাশে দায়িত্বশীল আচরণ করার জন্য চীনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গেলো ২৮ এপ্রিল লং মার্চ রকেটটি উৎক্ষেপণ করে চিনা মহাকাশ গবেষণা সংস্থা।

Advertisement