Homeসব খবরআন্তর্জাতিকশক্তি বাড়াচ্ছে ইয়াস, ঘূর্ণিঝড়ের কারণে কলকাতায় ঝড় বৃষ্টি

শক্তি বাড়াচ্ছে ইয়াস, ঘূর্ণিঝড়ের কারণে কলকাতায় ঝড় বৃষ্টি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রোববার দিবাগত মধ্যরাতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের কারণে সোম-মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া ছিল। কিন্তু তার আগেই শহর ও শহরতলির একাধিক অংশ বৃষ্টিতে ভিজল। আনন্দবাজারপত্রিকা অনলাইন এমন খবর দিয়েছে।

বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী কাকদ্বীপ, ডায়মন্ডহারবারেও। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আলাদা করে সতর্ক রয়েছে সুন্দরবন অঞ্চল, মধ্যরাত থেকে সেখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত সাড়ে ১২টা নাগাদ আলীপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। পরে সেই তালিকায় যুক্ত হয় কলকাতাও।

সে অনুসারে রাত পৌনে ১টা থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুতসহ ঝড় শুরু হয়। কোথাও একঘণ্টা, কোথাও বা তার বেশিক্ষণ ধরে ঝড়-বৃষ্টি চলতে থাকে।

এদিকে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের দিঘা থেকে সাড়ে ৬০০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে।

রোববার থেকেই ফুঁসছে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যা নাগাদ পারাদ্বীপ ও সাগর দ্বীপের মধ্যে কোনো এলাকায় আছড়ে পড়বে ইয়াস।

Advertisement