Homeসব খবরজেলার খবরলেবু চাষে সফল শিক্ষক নাজিম উদ্দিন, বাৎসরিক আয় লক্ষাধিক...

লেবু চাষে সফল শিক্ষক নাজিম উদ্দিন, বাৎসরিক আয় লক্ষাধিক টাকা

পরিত্যক্ত জমিতে লেবুবাগান করে স্বাবলম্বী হয়েছেন পটুয়াখালী সদর উপজেলার পূর্ব বাদুরা আলিম মাদরাসার অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন সিকদার। ইতোমধ্যে গ্রামের বেকার যুবকরা তাকে অনুসরণ করে লেবু বাগান গড়ে তুলছেন। ২০২০ সালের জুন মাসে নিজ বাড়ির পশ্চিম পাশের ৪৩ শতাংশ জমিতে ৩৩১টি কাগজি লেবু ও ৭০টি উচ্চ ফলনশীল বারোমাসি চায়না-৩ সিডলেস জাতের লেবুর চারা রোপণ করেন। লেবু চাষে তার মোট ১ লাখ টাকা খরচ হলেও বর্তমানে তার বাগান থেকে বছরে লাখ লাখ টাকা আয় হচ্ছে।

কৃষি উদ্যোক্তা অধ্যক্ষ নাজিম উদ্দিন সিকদার বলেন, প্রথমে যখন লেবু চাষের জন্য জমি প্রস্তুত করতে শুরু করি, তখন এলাকার মানুষ আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করেনও। বর্তমানে তারা আমার সফলতা দেখে লেবু চাষে আগ্রহী হচ্ছেন। তাছাড়া প্রথম বছরেই আমার খরচের টাকা ওঠে গেছে। এখন গাছে যা আছে সব লাভের অংশ।

তিনি আরও বলেন, এখন লেবুর পাইকারি দাম বাজারে ১.৫০ থেকে ৩ টাকা পর্যন্ত। দাম কম তাই অল্প অল্প করে লেবু তোলা হচ্ছে। তবে সামনের রমজান মাসে সিডলেস লেবুর ফলনটা পাওয়া যাবে। তখন লেবুর চাহিদা থাকবে আবার দামও ভালো পাওয়া যাবে। লেবু বিক্রির পাশাপাশি ১ হাজারের মতো লেবুর কলম বিক্রি করছি। প্রতি পিস কলম বানাতে ৫ থেকে ৭ টাকা খরচ হলেও বিক্রি হয় ৩০ টাকা করে। এতে করে দুজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমার এখানে।

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা বলেন, পরিত্যক্ত জমিতে নাজিম উদ্দিন যে লেবুর বাগান করেছেন সেটি সত্যিই প্রশংসার দাবিদার। বাগান শুরুর আগে আমরা তাকে সহযোগিতা করেছিলাম। এ রকম যদি নতুন কোনো উদ্যোক্তা লেবুর বাগান করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব।

Advertisement