Homeসব খবরজেলার খবরলক্ষ্মীপুরে জনপ্রিয়তা পাচ্ছে সয়াবিন চাষ

লক্ষ্মীপুরে জনপ্রিয়তা পাচ্ছে সয়াবিন চাষ

এবার সময়মতো বীজ বপন ও আবহাওয়া অনুকূলে থাকায় সয়াবিনের ব্যাপক চাষ হয়েছে। খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় চাষিরা দিন দিন সয়াবিন চাষে ঝুঁকে পড়ছেন। এ বছর লক্ষ্মীপুরে সয়াবিনের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা করছে চাষিরা।

চাষিরা মাঠ জুড়ে ক্ষেতে সয়াবিন চাষ করছেন। তারা ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উৎপাদন খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় এ জেলার চাষিরা সয়াবিন চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। অনুকূল আবহাওয়া, সময়মতো উন্নত জাতের বীজ রোপণ ও কী’টনাশক ব্যবহার করতে পারায় বাম্পার ফলনের আশা করছেন তারা।

এক কৃষক বলেন, আমরা উন্নত জাতের সয়াবিন চাষ করছি। এবার আবহওয়াও ভালো। আশা করি লাভবান হবো।

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিক উল্যাহ মুরাদ বলেন, আমরা কৃষকদের মাঝে উচ্চফলনশীল জাতের বারি-৫, বারি-৬ ও বীনা জাতের বীজ সরবরাহ করেছি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা অনেক লাভবান হতে পারবেন বলে আশা করছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল করিম ভূঁঞা বলেন, দেশের সয়াবিনের ৮০ ভাগই উৎপাদন হয় লক্ষ্মীপুরে। বর্তমানে কৃষকরা উন্নত জাতের বীজ ব্যবহার করছেন। সেই সঙ্গে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৬০০ হেক্টর বেশি। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮ হাজার মেট্রিক টন। চলতি বছর জেলায় সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৫০০ হেক্টর ধরা হলেও চাষাবাদ হয়েছে ৪১ হাজার ৬০০ হেক্টরে।

Advertisement