Homeসব খবরক্রিকেটরিভিউ না নেওয়ার যে কারণ দেখালেন সাদমান

রিভিউ না নেওয়ার যে কারণ দেখালেন সাদমান

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে প্রথম দিনে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। তবে হাফ সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নেমে ৫৯ রান করে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাদমান ইসলাম।

অনেকেই মনে করছেন রিভিউ নিলে নিশ্চিত বেঁচে যেতেন সাদমান ইসলাম। তার কারণ বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল। অপরপ্রান্তের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে খানিকক্ষণ কথা বলে সাদমান রিভিউ না নিয়েই ফিরে যান ড্রেসিং রুমে। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি চলে যাচ্ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।

তবে নতুন নিয়ম অনুযায়ী কোভিডকালিন সময়ে রিভিউ সংখ্যা বাড়িয়ে তিনটি করে অসফল রিভিউয়ের নিয়ম করেছে আইসিসি। বাংলাদেশের সবগুলি রিভিউ তখনও অটুট। তারপরও কেন রিভিউ নেওয়া হলো না? সাদমান জানালেন, তার মনে সংশয়ই জাগেনি। “রিভিউ অবশ্যই নেওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল, ইন-লাইন ছিল। উইকেটে হিট করবে। এজন্য রিভিউ নেইনি। হতাশ তো বটেই। তবে এটা ম্যাচেরই অংশ, মেনে নিতে হবে।”

এই ক্ষেত্রে রিভিউ নেওয়া বা না নেওয়ার সবসময়ই বড় একটা ভূমিকা থাকে অপর প্রান্তের ব্যাটসম্যানের। সাদমানের সঙ্গে তখন উইকেটে ছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এখানে তার আরও শক্ত ও সুষ্পষ্ট ভূমিকা রাখা উচিত ছিল কিনা, সেই প্রশ্ন উঠছে। সাদমান অবশ্য বললেন, নিজের ভাবনাকেই তিনি গুরুত্ব দিয়েছেন এখানে। “মুশফিক ভাই জিজ্ঞেস করেছিলেন, ‘কি হয়েছে?’ আমি তাকে বলেছিলাম, ‘আমার কাছে মনে হচ্ছে যে লাইনে আছে, উইকেটে লাগবে।’ এজন্য আমি আর নেইনি রিভিউ।”

Advertisement