Homeসব খবরজাতীয়রিজার্ভ থাকলে ঋণের জন্য ছোটাছুটি কেন : জিএম কাদের

রিজার্ভ থাকলে ঋণের জন্য ছোটাছুটি কেন : জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। বিদ্যমান রিজার্ভ দিয়ে ছয় থেকে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে- এমন সব কথা জানিয়েও বর্তমানে ঋণের জন্য দিগি¦দিক ছোটাছুটি করছে সরকার।

তিনি বলেন,বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) সকাল-সন্ধ্যা গালাগাল করে আবার সেখানেই ঋণের জন্য ধরনা দিচ্ছে সরকার। এখন কেন ঋণের জন্য ধরনা দিচ্ছে। আমাদের নাকি পর্যাপ্ত রিজার্ভ আছে। এখন এত রিজার্ভ গেল কোথায়?

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতি’বাদে গত সোমবার বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। আগামী ১০ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জাপা চেয়ারম্যান বলেন, সরকার নাকি আইএমএফের পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আইএমএফ যদি মানুষ হত্যা করতে বলে, তা হলে কী সরকার মানুষ হত্যা করবে? সরকার নজিরবিহীনভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তিনি বলেন, এখন জনপ্রতিনিধিরা রাজা হয়ে গেছেন, সাধারণ মানুষ প্রজা। আমরা আর রাজা চাই না, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পেতে চায়। তাই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।

Advertisement