Homeসব খবরক্রিকেটরাজস্থানের তরুণ বোলারদের যে পরামর্শ দিলেন মুস্তাফিজ

রাজস্থানের তরুণ বোলারদের যে পরামর্শ দিলেন মুস্তাফিজ

ভারতীয় তরুণ ক্রিকেটারদের শেখার আগ্রহ দেখে অবাক বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান। তিনি নিজের অস্ত্র ভারতীয় তরুণদের হাতে তুলে দিতে চান। তিনি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। যেখানে তিনি নিজের পারফেক্ট কাটারের মাধ্যমে সকলের মন জয় করেছেন। মুস্তাফিজুর রহমান জানিয়েছেন ভারতীয় তরুণ পেসাররা তাঁর থেকে পারফেক্ট কাটার শিখতে চাইছেন। কাটার মাস্টারও আগ্রহী বোলারদের তাঁর সেই দক্ষতা শিখিয়ে দিচ্ছেন।

শনিবার রাতে নিজেদের ফেসবুক পেজে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে রাজস্থান রয়্যালস। যেখানে বাংলায়ই পরিচালনা করা হয়েছে প্রশ্নোত্তর পর্ব। সিদ্ধার্থ লাহিরির নেয়া সাক্ষাৎকারে একটি প্রশ্ন ছিল রাজস্থানের তরুণ পেসারদের নিয়ে। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে বেশি এ বিষয়ে জানতে চাওয়া হয় মুস্তাফিজের কাছে।

উত্তরে মুস্তাফিজ বলেন, ‘ওদের শেখার আগ্রহটা অনেক বেশি। এ জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। ওরা আমার কাছে শোনে কীভাবে আমি কাটার মারি কিংবা এখন আমার ইয়র্কারটা ভালো হচ্ছে- এটা কীভাবে করি। কোন জায়গায় তাকালে ইয়র্কারটা ভালো হবে, রানআপ আস্তে না জোরে হবে- এমন অনেক কিছুই শোনে আমার কাছে। আমি যেটা অনুভব করি, সেটা বলি, ওরাও চেষ্টা করে।’

এসময় রাজস্থানের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘এখানে যখন এসেছি, আমার মনে হয়নি যে আমি নতুন এসেছি। দলের সবাই… খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই ভালোভাবে গ্রহণ করেছে। যেন আমি পুরোনো দলেই এসেছি। আমার খুব ভালো লেগেছে, দারুণ সময় কেটেছে। সবাই খুব হেল্পফুল।’

দলের অধিনায়ক সানজু স্যামসনের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব দেখা গেছে মুস্তাফিজের। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ক্যাপ্টেন খুবই ভালো মানুষ। প্রথমদিন হাই-হেলো করার পর থেকেই আমার খুবই ভালো লাগছে। মাথা গরম করা ক্যাপ্টেন না, সবসময় মাথা ঠাণ্ডা রাখে। এটা খুব ভালো, দলের জন্যও ভালো। যেমন ভালো-খারাপ সময়ে কী করলে ভালো হবে, এদিক থেকেও সাহায্য হয়। যেটা বললাম, খুব হেল্পফুল।

Advertisement