Homeসব খবরবিনোদনযে কারণে গ্রে’ফতার হলেন মাহিয়া মাহি

যে কারণে গ্রে’ফতার হলেন মাহিয়া মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রে/ফতার করা হয়। মাহিয়া মাহি তাঁর স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব ওমরা হজ পালন করতে যান। দেশে পা রাখা মাত্রই সেখান থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রে/ফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আ/ইনে মা/মলা দায়ের করেন।

এছাড়া মারধর, ভা/ঙচুর, চাঁ/দাদাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরু/দ্ধে হুকু/মের আ/সামি করে আরো একটি মাম/লা করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। এ মাম/লায় ২৮ জনকে আসা/মি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ উপ-পুলিশ কমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতেই মা/মলা দুটি দায়ের করা হয়েছে। এর আগে সৌদি আরব থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হা/মলা ও ভা/ঙচুরের অভিযোগ তুলেন।

ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙে হাম/লা চালিয়েছে দুর্বৃ/ত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হাম/লা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তোলেন মাহি। শনিবার দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছিলেন মাহি ও রকিব সরকার।

Advertisement