Homeসব খবরক্রিকেটম্যাচ হারলে খারাপ লাগে, বড় ব্যবধানে হারলে বেশি খারাপ...

ম্যাচ হারলে খারাপ লাগে, বড় ব্যবধানে হারলে বেশি খারাপ লাগে : সাকিব

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় একদমই বাজেভাবে হেরেছে টাইগাররা। যেখানে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাট হাতে কেউ দাঁড়াতে পারেনি শেষ পর্যন্ত মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।‌ টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনটি ভালো কাটলো না বাংলাদেশের।

অধিনায়ক সাকিব মনে করেন, খারাপ বেশি করেছে ব্যাটাররা। দুইশ’ রান তাড়া করতে না পারলেও ভালো ব্যাটিং করা উচিত ছিল।  তিনি জানান, পরিকল্পনায় তেমন ভুল ছিল না। তবে ম্যাচে তা বাস্তবায়ন করতে পারেনি দল। ইমপ্রুভ (উন্নতির) করার অনেক জায়গা আছে। পরক্ষণেই তিনি বলেন, এভাবে বারবার ইমপ্রুভের কথা বলতে যদিও ভালো লাগে না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, “রাইলিকে নিয়ে পরিকল্পনা করেই নেমেছিলাম। পেস বোলিং নিয়েই পরিকল্পনা ছিল। কিন্তু পারিনি। আমরা জানি, তিনি কতটা ভয়ঙ্কর ব্যাটার। টি-২০ ফরম্যাটে তার মতো করে একজন খেললে কঠিন হয়ে যায়। ম্যাচ হারলে খারাপ লাগে। বড় ব্যবধানে হারলে বেশি খারাপ লাগে। কিন্তু সামনেই আমাদের ম্যাচ আছে। ওই ম্যাচ নিয়ে ভাবতে হবে।’

সাকিব জানান, বোলিং খুব খারাপ হয়েছে মনে হয়নি তার। শুধু রুশোর ব্যাটিং পার্থক্য গড়ে দিয়েছে। এছাড়া ম্যাচে তারা বেশ কিছু নো বল দিয়েছেন। যেটা পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। তবে দুইশ’ রান তাড়া করতে না পারলেও কাছাকাছি যাওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার।

সাকিব বলেন, “দুইশ’ রান তাড়া করে আমরা হয়তো অভ্যস্ত নয়। তবে আমাদের ভালো ব্যাটিং করার সুযোগ ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। হয়তো আমরা দুইশ’ রান তাড়া করার জন্য প্রস্তুত ছিলাম না। ভালো ব্যাটিং মানে দুইশ’ রান তাড়া করে ফেলতাম এমনও নয়। কিন্তু ভালো করার সুযোগ ছিল। এই জায়গাগুলোয় উন্নতি আনতে হবে।”

Advertisement