Homeসব খবরক্রিকেটমোস্তাফিজকে চমৎকার বললেন সাকিব, অন্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট

মোস্তাফিজকে চমৎকার বললেন সাকিব, অন্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট

প্রথম ওভারেই ফিলিপ সল্টের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ডেভিড মালান ও জশ বাটলার মিলে ১৩ ওভারেই তিন অংকের ঘরে পৌঁছে দেন দলকে। দু’জনই ব্যাট চালাতে থাকেন সাহসী মনে। এর মাঝে অর্ধশতক তুলে নেন মালান। ধবলধোলাই এড়াতে রোববার ইংল্যান্ডকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।

অনেকটা মনেই হচ্ছিল, ম্যাচটা হয়তো ফসকেই গেছে বাংলাদেশের হাত থেকে। তবে এ সময় বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান। ১৪তম ওভারের প্রথম বলে মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানান মুস্তাফিজ। পরের বলে মিরাজের ডিরেক্ট থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন মালান। আর তাতেই ছন্দ পেয়ে যায় বাংলাদেশ, বদলে যায় ম্যাচের মোড়।

পরিসংখ্যান হয়তো বলবে মোটে একটা উইকেট মোস্তাফিজের দখলে, তবে বাস্তবতা হলো, ওই একটা উইকেট খুবই মূল্যবান ছিল আজকের এই জয়ে। তার সেই এক উইকেটে ভর করেই ম্যাচে ফিরে বাংলাদেশ, শেষ পর্যন্ত জিতেও যায় টাইগাররা। মূলত তার ৪ ওভারই ম্যাচে টিকিয়ে রাখে বাংলাদেশকে। যেখানে মোটে ১৪ রান দিয়েছেন তিনি।

বিষয়টা মানছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। সংবাদ সম্মেলনে স্পষ্টই বললেন, ‘ওই ওভারে দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ায় ম্যাচ পুরোপুরি বদলে গেছে। সেখান থেকে আমরা মোমেন্টাম পেয়ে যাই এবং তাদেরকে চাপে রাখতে থাকি। আমি মনে করি, মোস্তাফিজ চমৎকার ছিল আজকে। চার ওভারে সে মাত্র ১৪ রান দিয়েছে। অবিশ্বাস্য ভূমিকা রেখেছে সে এই দলের জন্য।’

তবে শুধু মোস্তাফিজ নয়, অন্য বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট অধিনায়ক সাকিব। তাদেরকে ঘিরেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘সব বোলারই ভালো বল করেছেন। তারা সব সময়ই ভালো করেছেন। ব্যাটাররাও তাদের ভূমিকা রেখেছেন। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে সব মিলিয়ে ভালো শুরু হয়েছে। এখান থেকে আমরা ভালোমতো এগিয়ে যেতে পারি।’

Advertisement