Homeফুটবলমেসি নাকি ম্যারাডোনা, কে সেরা জানালেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মেসি নাকি ম্যারাডোনা, কে সেরা জানালেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আর এই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান মেসিদের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ এবার নিজের মত ব্যক্ত করেন ম্যারাডোনা নাকি মেসি সেরা এই ব্যাপারে।

ম্যারাডোনা নাকি মেসি সেরা এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানান, তিনি মেসিকেই এগিয়ে রাখবেন। স্কালোনি বলেন, ‘আমার দৃষ্টিতে ম্যারাডোনা কিংবদন্তি। আর মেসি ইতিহাসের সেরা। মেসির সঙ্গে আমার বিশেষ কিছু একটা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেসিকে ট্রেনিং করানো কঠিন কাজ নয়। টেকনিক্যাল লেভেলে, মেসিকে সংশোধন করা যাবে না। হ্যাঁ চাপের মুহূর্তে কিছুটা আ’ক্রমণাত্মক হতে হয় বোঝানোর জন্য। আমি নিশ্চিত করে বলতে পারি, প্রেসিং ও বল কেড়ে নেওয়ার বেলায়, সে-ই সেরা।’

উল্লেখ্য যে, কাতার বিশ্বকাপে নিজের ক্যারিয়ার সেরা ফর্মে ছিলেন মেসি। মরুর বুকে রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পুরো আসরজুড়ে দুর্দান্ত খেলা মেসি সাত গোল ও তিন অ্যাসিস্ট করে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন।

সূত্র: গোল ডটকম

Advertisement