Homeসব খবরবিনোদনমৃণাল হতে ভারত গেলেন চঞ্চল চৌধুরী

মৃণাল হতে ভারত গেলেন চঞ্চল চৌধুরী

দীর্ঘ প্রস্তুতি শেষে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন চঞ্চল। এবার মৃণাল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা।মৃণাল সেনের জীবন নিয়ে সিনেমা বানাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। সেই সিনেমায় কে হচ্ছেন মৃণাল সেন, এ নিয়ে জল্পনাকল্পনা কম হয়নি। অবশেষে গত মাসে জানা গেল চঞ্চল চৌধুরীর নাম।

তত দিনে আরও জানা যায়, সামনাসামনি মৃণাল চরিত্রটি নিয়ে মুখ না খুললেও বেশ কিছুদিন ধরেই ভেতরে–ভেতরে মৃণাল হয়ে ওঠায় মগ্ন ছিলেন বাংলাদেশের এই অভিনেতা। এ জন্য দুই মাস হাতে আর কোনো কাজও রাখেননি চঞ্চল।

ঢাকা ছাড়ার আগে মনপুরা, আয়নাবাজি ও হাওয়া খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, অনেক স্বপ্নের, অনেক কাঙ্ক্ষিত সিনেমা ‘পদাতিক’র শুটিং করার জন্য ভারতে যাচ্ছি। বিখ্যাত একজন নির্মাতার চরিত্রে অভিনয় করব। সবার ভালোবাসা নিয়ে যেন সিনেমাটি শেষ করতে পারি।

তিনি আরও বলেন, সত্যি কথা বলতে পদাতিক নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে অমিতাভ বচ্চন পোস্টার শেয়ার করার পর সবাই জেনে গেছেন খবরটি। সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি। আশীর্বাদ করবেন সবাই।

সম্প্রতি পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করা হয়েছে। লুক প্রকাশ করার পর দেশে ব্যাপক সাড়া ফেলেছে সেটি। সবার মাঝে ব্যাপক আলোড়ন তুলে। কোনটি চঞ্চল চৌধুরী আর কোনটি মৃণাল সেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকে। হুবহু একইরকম লাগে দেখতে দুজনকে।

চঞ্চল চৌধুরী বলেন, এটার জন্য মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডু অনেক পরিশ্রম করেছেন। তিনি চেষ্টা করেছেন খুব। আমি মুগ্ধ তার কাজে।

কোনো চ্যালেঞ্জ কাজ করছে কি? এমন প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, এক ধরণের চ্যালেঞ্জ তো থাকেই। তার চেয়েও বড় কথা প্রবল ভালোবাসা কাজ করছে। যে কোনো সিনেমা করার সময় চরিত্রটির প্রতি শতভাগ ভালোবাসা ও শ্রম দেওয়াই অভিনেতার কাজ। আমারও সেই চেষ্টাটা অব্যাহত থাকবে।

Advertisement