Homeসব খবরক্রিকেটমুস্তাফিজের বিপক্ষে খেললে কেমন করতেন শচীন? সেটাই দেখাল আইসিসি!

মুস্তাফিজের বিপক্ষে খেললে কেমন করতেন শচীন? সেটাই দেখাল আইসিসি!

ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে হাঁকিয়েছেন ১০০টি সেঞ্চুরিও। বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানসহ বর্তমান সময়ে বল হাতে যারা সারা বিশ্ব কাঁপাচ্ছেন তাদেরকে কখনো মোকাবেলা করেননি ৪৮ বছর বয়সী শচীন। তবে বর্তমান সময়ের বোলারদের বিপক্ষে খেললে কেমন করতেন শচীন- এ নিয়ে সম্প্রতি একটি এডিট করা ভিডিও প্রকাশ করেছে আইসিসি।

২৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ২০১৩ সালে অবসর নিয়েছেন শচীন। তাই বর্তমান সময়ের বোলারদের মোকাবেলা করা হয়নি লিটল মাস্টারের। সম্প্রতি আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ভিডিওটিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন শচীনের বিপক্ষে। শচীন অবশ্য বাউন্ডারি হাঁকিয়েছেন ‘দ্য ফিজ’ এর বলে।

মুস্তাফিজ ছাড়াও এই ভিডিওতে শচীনের বিপক্ষে বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা, পাকিস্তানের হাসান আলী, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জোফরা আর্চারও। তবে কাউকেই ছাড় দেননি শচীন, বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে।

Advertisement