Homeসব খবরক্রিকেটমুস্তাফিজের বলেই কেন ক্যাচ মিস?

মুস্তাফিজের বলেই কেন ক্যাচ মিস?

গতকাল আইপিএলে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ১৩৩/৯ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেল মুস্তাফিজদের রাজস্থান রয়েলস। এই জয়ে হ্যাটট্রিক পরাজয় এড়ানোর পাশাপাশি আট নম্বর পজিশন থেকে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেল রাজস্থান।

টি-টোয়েন্টির এক ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করার সুযোগ পান। সেই চার ওভারেই যদি দুটি সহজ ক্যাচ মিস হয় তাহলে আপনি সেই বোলারকে কীভাবে ম্যাচের সফল বোলার বলবেন?

আইপিএল ১৪তম আসরের ১৮তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুস্তাফিজের বলে দুটি সহজ ক্যাচ মিস করেছেন রাজস্থানের দুই ফিল্ডার ইয়েসভি জেসওয়ালরা। দুটি সহজ ক্যাচ মিস না হলে মুস্তাফিজ এদিন ৩টি উইকেট পেতে পারতেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে এক উইকেট শিকার করেন কাটার মাস্টার।

নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু তার বলে ক্যাচ তুলে দিয়েও ফিল্ডার ইয়েসভি জেসওয়ালের কারণে নতুন লাইফ পান শুভম গিল। সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি জেসওয়াল। ৬ রানে নতুন লাইফ পান কলকাতা নাইট রাইডার্সের ওপেনার।

নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রাজস্থানকে ব্রেক থ্রু উপহার দিতে সহযোগিতা করেন মুস্তাফিজ। তার বলে রান নিতে গিয়ে আউট হন সেই শুভম গিল। ৬ রানে নতুন লাইফ পাওয়া গিল ফেরেন ১৯ বলে মাত্র ১১ রান করে। জস বাটলারের থ্রোতে ভেঙ্গে যায় শুভম গিলের স্ট্যাম্প। ৫.৪ ওভারে ২৪ রানে এক উইকেট হারায় কেকেআর।

মুস্তাফিজের করা ১৯তম ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন কেকেআরের অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। সেই ক্যাচটি লুফে নিতে পারেননি রাজস্থানের কোনো ফিল্ডার। এর আগের ম্যাচ গুলাতেও বেশ কয়েকবার মুস্তাফিজের বলে ক্যাচ মিসের ঘটনা দেখা গেছে।

Advertisement