Homeসব খবরজাতীয়মুজিব বায়োপিক সিনেমার কোয়ালিটি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মুজিব বায়োপিক সিনেমার কোয়ালিটি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে। আর ট্রেলার নিয়ে কিছু কথা উঠলেও মনে রাখতে হবে, ট্রেলার প্রেজেন্টেবল না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে। আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে। আর ট্রেলার নিয়ে কিছু কথা উঠলেও মনে রাখতে হবে, ট্রেলার প্রেজেন্টেবল না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ফাইনাল কপি দেখেছেন কি না এবং কবে মুক্তি পাবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ট্রেলার প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ২৬ মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি, সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে।’

সিনেমা নিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমাটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময়ে সিনেমাটি দেখানোর চেষ্টা করছি।’

‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ একটি সিনেমা এবং এটাকে সিনেমা হিসেবে দেখারই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমাটিতে দেশের অভিনেতারা দারুণ অভিনয় করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন।’

Advertisement