Homeসব খবরজাতীয়মুক্তি পেয়েছেন ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম

মুক্তি পেয়েছেন ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে যুব, ছাত্র অধিকারসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশ নেন। এসময় পুলিশ বিক্ষোভে অংশ নেয়া রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তাকে প্রিজনভ্যানে করে পল্টন থানায় নিয়ে যায়। পল্টন থানা থেকে বের হয়ে এক ফেসবুক লাইভে এসে কেন তিনি মোদি বিরোধী এই বিক্ষোভে অংশ নিলেন সে বিষয়ে ব্যাখা দিয়েছেন।

রফিকুল ইসলাম সবাইকে সালাম দিয়ে বলেন, আমি শুধু আপনাদের সামনে এসেছি এটুকু জানানোর জন্য যে আমি এখন সম্পুর্ণ মুক্ত। পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। আমি এই বিষয়ে পরে আপনাদের বিস্তারিত জানাবো। আমি এখন অনেক ক্লান্ত। শুধু এটুকু কথা জানিয়ে রাখি। আমি কাওকে দেখানোর জন্য সেখানে যায়নি। আমি আমার ইসলামি মূল্যবোধ এর জায়গা থেকে সেখানে গিয়েছি। মোদি বাংলাদেশে আসবে তাকে লালগালিচা সংবর্ধনা দিবে।

তিনি আরও বলেন, লাল গোলাপের শুভেচ্ছা জানানো হবে। এসব দেখতে একজন মুসলমান হিসাবে খারাপ লাগে। আমি এখন পল্টন থানা থেকে বের হয়ে গাজিপুরে আমার একটা ইসলামি মাহফিলে যোগ দিতে যাচ্ছি। আমাদের এই ভালোবাসা হউক আল্লাহর জন্য। আমি সকলের জন্য দুয়া করি।

Advertisement