Homeসব খবরক্রিকেটমিঠুন অথবা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় ব্যাট করতে চান সাইফুদ্দিন!

মিঠুন অথবা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় ব্যাট করতে চান সাইফুদ্দিন!

অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের জন্য একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার খুঁজছিল নির্বাচকরা। সেই জায়গায় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে একাধিক ক্রিকেটারের। শেষ পর্যন্ত সেখানে সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ২৫টি ওয়ানডে খেলেছেন সাইফুদ্দিন। যেখানে ব্যাটিং পেয়েছেন ১৬ ইনিংসে। এর মধ্যে ১০ বারই তাকে নামতে হয়েছে আট নম্বরে। এ পজিশনেই হাঁকিয়েছেন দুইটি ফিফটি। এছাড়া সাত এবং নয় নম্বরে নেমেও চল্লিশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে তার।

সবমিলিয়ে ১৬ ইনিংসের ব্যাটিং ক্যারিয়ারে দুই ফিফটিতে ভর করে ৩১৫ রান করেছেন ২৪ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডার। সাতবার অপরাজিত থাকায় গড়টাও বেশ স্বাস্থ্যবান, ৩৫.০০। স্ট্রাইকরেটও (৮৯.৪৮) বেশ ভালো তার।

তবে বর্তমান সময়ে অনেক নিচে ব্যাট করে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ করে তার ব্যাটিং পজিশন এখন আট নম্বরে। তবে নিজের পছন্দের একটি ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের পছন্দের জায়গায় ৫ অথবা ৬ নম্বরে ব্যাটিং করতে চান তিনি। যেখানে এই মুহূর্তে ব্যাটিং করছেন মোহাম্মদ মিথুন এবং মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে বাস্তবতাও বোঝেন সাইফ। তাই ব্যক্তিগত পছন্দের চেয়ে টিম কম্বিনেশনের কারণে যে কোনো পজিশনে খেলার জন্যই নিজেকে প্রস্তুত ঘোষণা করেছেন তিনি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় সাইফ জানিয়েছেন এ কথা।

মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘দল যেভাবে চাইবে সেভাবেই আমি প্রস্তুত। সেটা আট নম্বর হোক কিংবা সাত নম্বর। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি, ইনশাআল্লাহ সুযোগ আসবে।’

Advertisement