Homeসব খবরজেলার খবরমানবিক সহায়তায় গরীবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা :...

মানবিক সহায়তায় গরীবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনায় বিশে^র শতবর্ষের ইতিহাসে যখন পুরো পৃথিবীতে অর্থনীতির স্ববিরতা নেমে এসেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। সেই মানবিক সহায়তা বিতরণে গরীবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, করোনা দুর্যোগে মানবিক সহায়তা বিতরণে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষে নির্বাচিত সুবিধাভোগীদের একটি ডিজিটাল কার্ডের কিউআর কোড রিডিংয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। এতে মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা এসেছে এবং মানুষ দ্রুত সেবা পাচ্ছে।

গত রোববার দুপুরে সিংড়া পৌরসভার ৮, ৯ ও ১০নম্বর ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ কালে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও এম.এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, পৌর সচিব আব্দুল মতিন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমূখ।

উল্লেখ্য, সিংড়া উপজেলায় সাড়ে ২৪হাজার কর্মহীন পরিবারের মাঝে ৪৫০টাকা করে ১কোটি ১লাখ ২৫হাজার নগদ টাকা বিতরণ করা হচ্ছে।

Advertisement