Homeসব খবরজাতীয়মাছ মাংস ডিম এখন বিলাসিতা

মাছ মাংস ডিম এখন বিলাসিতা

আজকের বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। অনেকে মাসে একবারও মাংস খাওয়ার চিন্তা করতে পারছেন না। তারা বলছেন, চোখে অন্ধকার দেখলেও মেনে নেয়া ছাড়া কোন উপায় দেখছেন না তারা। বাজারে কিছু সবজিতে কিনতে গিয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। বেশ কয়েকটি সবজির কেজি প্রতি দাম ৪০ টাকার কমে আছে। তবে ডিম, মুরগি, গরুর মাংস বিলাসিতা হয়ে যাচ্ছে।

লন্ডনের সুপারশপে টমোটো সংকট বৈশ্বিক সংবাদের শিরোনাম। বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোতেও ফলাও করে ছাপা হয় টমোটো সংকট। তবে টমেটোর সংকটে বাজার ব্যবস্থপনার মাধ্যম দামকে নিয়ন্ত্রণে রেখেছে দেশটি। অবশ্য টমেটো নিয়ে লন্ডনের চেয়ে ভালো অবস্থানে ঢাকা। রাজধানীর কারওয়ানবাজার সবজির পাইকারী বাজারে টমোটোর সরবরাহ ভালো। প্রকারভেদে দাম ৩০ টাকার বেশি নয়।

আলু, মুলা, শিম, গাজর, বেগুন, পেপের দাম ৪০ টাকার কম। তবে মুরগির দাম কম নয়। মাংস কেনা সাধারণ মানুষের কাছে বিলাসিতায় পরিণত হচ্ছে। বাজার নিয়ে হা হুতাশ থাকলেও নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের মানুষের মেনে নেয়া ছাড়া এখন আর কোন প্রত্যাশাও নেই।

Advertisement