Homeসব খবরজেলার খবরমাছ ও ফল চাষে সফল বরগুনার হাবিবুর!

মাছ ও ফল চাষে সফল বরগুনার হাবিবুর!

হাবিবুর রহমানের সমন্বিত কৃষি খামারে রয়েছে বিভিন্ন জাতের আম, লিচু, লেবু, কলা ও পেঁপে এবং মাছের খামার। তার সমন্বিত খামার দেখ এলাকার অনেক বেকার যুবকরা আগ্রহী হয়ে উঠছে কৃষি খামারে। বরগুনার আমতলী উপজেলায় কুকুয়া ইউনিয়নের বিদেশফেরত মো. হাবিবুর রহমান মাতুব্বর সমন্বিত কৃষি খামার করে সফলতা পেয়েছেন।

জানা যায়, প্রায় ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে ২০১৫ সালে দেশে ফিরে এসে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিমের পরামর্শ ও সহায়তায় ১৫ বিঘা ধানের জমি মাটি দিয়ে উঁচু করে সেখানে ৫ হাজার মালটার চারা রোপণ করেন। এক বছরের মধ্যে অল্প কিছু মালটা এলে তিনি তা প্রায় লাখ টাকায় বিক্রি করেন। পরে আসতে আসতে বাগান বৃদ্ধি করি। বর্তমানে বিভিন্ন ধরণে ফলের চাষ করছি এবং পুকুরে মাছ চাষ করছি।

মো. হাবিবুর রহমান বলেন, ২০১৫ সালে মাল্টা বাগান তৈরির পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১২ লাখ টাকার মাল্টা বিক্রি করেছি। চলতি বছর যে ফলন হয়েছে তাতে ৪ থেকে ৫ লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছি। তাছাড়া কাগজী লেবু, কলা, পেঁপে ও বোম্বাই জাতের লিচু রয়েছে। এ সব ফল থেকে তিনি বছরে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করি।

তিনি আরও বলেন, আমার ৩ বিঘার ২ পুকুরে রুই, কাতলা, মৃগেল, চিংড়িসহ নানা প্রজাতির মাছ রয়েছে। এ থেকে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আয় করি। উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, হবিবুর রহমানের সফলতায় কেওয়াবুনিয়া গ্রামসহ আশ-পাশের অনেক চাষি তাদের আঙ্গিনায় মাল্টা পেয়ারা, পেঁপে, লিচুসহ নানা জাতের ফল চাষ করছেন।

Advertisement