Homeসব খবরআন্তর্জাতিকমসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আল আজলান আর নেই

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ আল আজলান আর নেই

সৌদি আরবের মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন ও কাসিম অঞ্চলের সাবেক বিচারপতি শায়খ আব্দুর রহমান আল আজলান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৭ মে) ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

১৩৫৭ হিজরি মোতাবেক ১৯৩৬ খ্রিস্টাব্দে সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী প্রদেশ আল-কাসিমে জন্মগ্রহণ করেন তিনি। প্রদেশের রাজধানী বুরাইদাতে ফয়সালিয়া নামক স্কুলে পড়াশোনা করে এখানেই স্নাতকোত্তর ডিগ্রি করেন এবং পরে ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামি ইউনিভার্সিটিতে শরিয়া বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন।

আল আরাবিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, তিনি মসজিদুল হারামে উলুমে শরিয়া বিষয়ে লেকচার প্রদান করতেন। বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করতেন তার ক্লাসে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতেও অনলাইনের মাধ্যমে লেকচার চালু রেখেছিলেন প্রবীণ এই ব্যক্তি। এছাড়া দীর্ঘ ৩৫ বছর মসজিদুল হারামে শিক্ষাদানে নিয়োজিত রেখেছিলেন নিজেকে।

Advertisement