Homeসব খবরজাতীয়ভয়াবহ আগুনে লন্ডভন্ড রোহিঙ্গা শিবির

ভয়াবহ আগুনে লন্ডভন্ড রোহিঙ্গা শিবির

কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ক্যাম্পের সব ঘরসহ আগুনে পুড়ে গেছে হাজারো বসতি। চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাত ইউনিট।

তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, নিরুপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন জানিয়েছেন, আজ সোমবার বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ক্যাম্পের সব ঘর পুড়ে যায়।

পরে ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে পড়ে ওই আগুন। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Advertisement