Homeসব খবরক্রিকেটভারতকে হারানো কঠিন, অসম্ভব নয় : সাকিব

ভারতকে হারানো কঠিন, অসম্ভব নয় : সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। যারা কি না চলতি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল। এখন পর্যন্ত তিন ম্যাচের ভেতর বাংলাদেশ ও ভারত দুই দলই জয়ের মুখ দেখেছে দুটি করে ম্যাচে। সেমিতে যাওয়ার লড়াইয়ে ভারতের সামনে পথটা আপাতদৃষ্টিতে বেশ সুগম। অন্যদিকে বাংলাদেশের সেমির মিশনের পথটা খুব একটা মসৃণ নয়।

নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পেলেই টেবিলের তিনে থাকা বাংলাদেশের খেলার সুযোগ হবে সেমি ফাইনালে। তবে ভারতকে হারাতে পারলে সেক্ষেত্রে এক ম্যাচ জিতলেও পয়েন্টের মারপ্যাঁচে সেমিতে খেলার সুযোগ হবে বাংলাদেশের। সেমিতে যাওয়ার মিশনে ফেভারিট ভারতকে হারানোর স্বপ্ন এখন থেকেই বোনা শুরু করেছে ক্রিকেটভক্তরা।

তবে ম্যাচের আগের দিন টাইগার দলপতি সাকিব আল হাসান শোনালেন কঠিন বাস্তবতা। ভারতকে হারানোর সম্ভাবনা বাস্তবিকপক্ষে দেখছেন না সাকিব। তার ভাষ্যমতে, ভারতকে যদি বাংলাদেশ হারায় তাহলে সেটি হবে ‘বিপর্যয়’।

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘পরবর্তী লক্ষ্য হলো, দুটো ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুটো ম্যাচের কোনো ম্যাচও যদি জিততে পারি, সেটা আপসেট (অঘটন) হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই। দুই দলই কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে, তাহলে কেন পারব না। এই বিশ্বকাপেই আমরা দেখেছি, আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে।’

ভারতের বিপক্ষে জিতলে সেটিকে ‘আপসেট’ বলেই মনে করেন সাকিব, ‘আমি আগেও যেমন বলেছি, ভারত ফেবারিট দল। তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেবারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট ঘটাতে।’

বিশ্বকাপে ভারত-পাকিস্তানকে হারানো ‘অঘটন’ হলেও সেটাই ঘটাতে চায় বাংলাদেশ। অ্যাডিলেইডের কন্ডিশনে কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, বলেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। চাপ নয় নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার কথা জানান টাইগার অধিনায়ক।

Advertisement