Homeসব খবরবিনোদনভাগ্য খারাপ, বাংলাদেশের অভিনেত্রী হয়েছি : রিনা খান

ভাগ্য খারাপ, বাংলাদেশের অভিনেত্রী হয়েছি : রিনা খান

বর্তমানে পরিবারের সঙ্গেই সময় কাটছে দাপুটে অভিনেত্রী রিনা খানের। ঢাকাই চলচ্চিত্রে যে ক’জন খল অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রিনা খান। দীর্ঘদিন পর্দায় দেখা নেই তার।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালক সমিতির বনভোজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে গিয়েছিলেন রিনা খান। সেখানে একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু আমাকে বা আমার মতো শিল্পীদের সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। মাঝে মাঝে মনে হয়- ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি। অন্য দেশের শিল্পী হলে আরও ভালো থাকতাম।’

অভিনেত্রী যোগ করেন, ‘আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে খল নায়িকা হিসেবে শীর্ষে রেখেছেন। এখনও বাইরে বের হলে মানুষ আমার বিভিন্ন চরিত্র নিয়ে কথা বলে। শুনেছি, অনেক ফ্যামিলিতে বলা হয়, রিনা খানের মতো কূট চাল দিচ্ছে। আমি মনে করি, এটা আমার কর্মের সার্থকতা।’

দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে প্রায় সাতশো সিনেমায় অভিনয় করলেও এই অভিনেত্রীর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুটেনি। রিনা খানের আক্ষেপ, ‘এতো কাজ করলেও আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। কেন পাইনি, জানি না। এটা নিয়ে অবশ্যই আমার কষ্ট আছে।’

রিনা খান বলেন, ‘আমি স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করি। সকালে উঠে গাছে পানি দেই, নাতির সঙ্গে খেলা করি, নামাজ পড়ি, ঘর গোছাই, বিকেলে হাঁটতে বের হই।’

তিনি বললেন, ইন্ডিয়াতে দেখেন আমাদের জেনারেশনের শিল্পীরা এখনো ভিন্ন ভিন্নি ক্যারেক্টার করছে। কিন্তু আমরা সেভাবে করতে পারছি না। অনেকদিন ঘরে বসে থাকলে খারাপ লাগে।

তিনি বলেন,‘আমাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য আছে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এ কারণে অনেকে শেষ সময়ে কষ্টে থাকে। মাঝেমধ্যে মনে হয় ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি। অন্য দেশের শিল্পী হলে আরও ভালো থাকতাম।’

১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রিনা খানের। ৪০ বছরের ক্যারিয়ারে প্রায় ৭০০ এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কূট চরিত্রে সাফল্য পেলেও ইতিবাচক চরিত্রেও দেখা গেছে তাকে সাবলীল অভিনয়ে।

Advertisement