Homeসব খবরজেলার খবরব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার ব্যাপক ফলন, ২৭ কোটি টাকা বিক্রির সম্ভাবনা!

ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টার ব্যাপক ফলন, ২৭ কোটি টাকা বিক্রির সম্ভাবনা!

ইতোমধ্যে বাগানগুলোর পরিপক্ক মাল্টা বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে। পুষ্টিকর এই ফলের চাহিদা ভালো থাকায় বাজারে ভালো দামে বিক্রি করতে পেরে খুশি চাষিরা। তাই দিন দিন মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চলে বারি-১ জাতের সবুজ মাল্টার বাম্পার ফলন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কসবা, আখাউড়া উপজেলায় পেয়ারা, লিচু, কাঁঠালের ব্যাপক চাষ হয়। বর্তমানে বাণিজ্যিকভাবে বারি-১ জাতের সবুজ মাল্টার চাষাবাদ শুরু হয়েছে। বাজারে বিদেশি হলুদ মাল্টার পাশাপাশি দেশি সবুজ মাল্টার কদর বাড়ছে। একটা সময় আসবে যখন মাল্টা বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। দেশে উৎপাদিত মাল্টাই নিজেদের চাহিদা পূরণে সক্ষম হবে।

কৃষকরা জানান, ২০১৫ সালের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দেশি সবুজ মাল্টার চাষ শুরু হয়। দিন দিন দেশি এই সুবজ মাল্টার চাহিদা বাড়তে থাকায় বেড়েছে চাষিদের সংখ্যা। বর্তমানে চাষিরা সবুজ মাল্টার পাশাপাশি হলুদ মাল্টার চাষাবাদের কথাও ভাবছেন। দেশে হলুদ মাল্টার চাষাবাদ শুরু হয়ে গেলে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। মাল্টা বাগানি প্রবাসী মো. শিমুল বলেন, আমি প্রবাস থেকে দেশে ফিরেই মাল্টার চাষ করা শুরু করি। গত বছর মাল্টা বিক্রি বেশ লাভবান হয়েছিলাম। গত বছররে তুলনায় এবছর আরো বেশি ফলন হয়েছে। আশা করছি এবছর আরো বেশি লাভবান হতে পারবো।

মাল্টা বাগানি মোঃ রুবেল মিয়া বলেন, আমি ২০১৫ সাল থেকে মাল্টার চাষ শুরু করি। এর আগে পেয়ারা চাস করতাম। দেশে সবুজ মাল্টার চাহিদা বাড়ার কারণে মাল্টার বাগান করেছি। মাল্টার চারা লাগানোর ৩ বছরের মাথায় মাল্টা বিক্রি করতে পারি। প্রথম বছর মাল্টার পরিমাণ কম থাকলেও ধীরে ধীরে মাল্টার উৎপাদন বাড়ছে। বাজারে এই মাল্টার দাম ভালো থাকায় এখন মাল্টা বিক্রি করে লাভবান হতে পারছি। তিনি আরো বলেন, আমি মাল্টার পাশাপাশি অন্যান্য ফলের গাছও লাগিয়েছি। আগামীতে হলুদ মাল্টা চাষের পরিকল্পনা করছি। হলুদ মাল্টার চাষ করতে পারলে আমাদের আর বিদেশ থেকে মাল্টার আমদানি করতে হবে না।

উপসহকারী কৃষি অফিসার মো. হাদিউল ইসলাম ভূঁইয়া ও মো. রহুল আমীন খান বলেন, মাল্টা বিদেশি ফল হলেও বর্তমানে এটি আমাদের ফলের সাথে সংযোজন করা হয়েছে। দিন দিন এই জেলায় মাল্টা চাষির সংখ্যা বাড়ছে। গত কয়েক বছর মাল্টা বিক্রি করে চাষিরা লাভবান হচ্ছেন। বর্তমান সবুজ মাল্টার পাশাপাশি বারি-৩ এবং বারোমাসি থাই মাল্টা চাষাবাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুশান্ত সাহা জানায়, মাল্টা একটি পুষ্টিগুণে ভরা রসালো ফল। এই উপজেলার মাটি মাল্টা চাষের জন্য খুবই উপযোগী। এবছর এই জেলার ৯টি উপজেলায় ১৪১ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। তার মধ্যে বিজয়নগর, কসবা, আখাউড়া পাহাড়ি এলাকায় মাল্টার চাষ বেশি হয়েছে। দিন দিন এই জেলায় মাল্টা চাষ বাড়ছে। আমরা মাল্টা চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করছি। তিনি আরো বলেন, এবছর জেলার ১৯০০ টি বাগান থেকে প্রায় ২ হাজার ৪৫৩ টন মাল্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৭ কোটি টাকা।

Advertisement