Homeসব খবরক্রিকেটব্যাট হাতে তামিমকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন মুশফিক

ব্যাট হাতে তামিমকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই দিন ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

টেস্ট ক্রিকেটের ইতহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় মুশফিকুর রহিমকে পেছনে ফেলে চলতি সিরিজেই শীর্ষস্থানে উঠেছিল টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে তাকে প্রথমস্থানে বেশিদিন থাকতে দিলেন না বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন মুশফিক।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমানে যোগ করেন ১১৪ রান।

এই দুইজনের পার্টনারশিপ ভাঙ্গেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৫৮ রান করা লাহিরু থিরিমানেকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এরপর ওশাদা ফার্নান্দোকে সাথে নিয়ে ইনিংসে বড় করতে থাকেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।

তবে দলীয় ১৫৭ রানের মাথায় বাংলাদেশকে দ্বিতীয় উইকেটে এনে দেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ২০ রান করা ওশাদা ফার্নান্দোকে আউট করেন তাসকিন। এরপর দোলে ১৯০ রানের মাথায় বাংলাদেশকে তৃতীয় উইকেটে স্পিনার তাইজুল ইসলাম। এবার ২৫ রান করা অ্যাঞ্জোলো ম্যাথুসকে বোল্ড আউট করেন তাইজুল।

তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের থেকে এখনো ৩১২ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৫ এবং ধনঞ্জয় ডি সিলভা ২৬ রান করে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৬৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মমিনুল হক। নাজমুল হোসেন শান্ত করেন ১৬৩ রান এবং অধিনায়ক মমিনুল হক করেন ১২৭ রান। এছাড়াও ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল ৯০, লিটন দাস ৫০ এবং মুশফিকুর রহিম ৬৮ রান করে অপরাজিত থাকেন।

Advertisement