Homeসব খবরক্রিকেটবোলিংয়ে তাসকিন আসলেই দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে :...

বোলিংয়ে তাসকিন আসলেই দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে : মাশরাফি

গতকাল ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাশরাফি। গতকাল ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেও হেরে গিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচেও পজেটিভ অনেক কিছুই দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

লিটন দাস এবং তাসকিন আহমেদের বোলিংয়ের দারুন প্রশংসা করেছেন নড়াইল এক্সপ্রেস। মোহাম্মদ আশরাফুলের পর ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন লিটন দাস।

বিরাট কোহলি, লোকেল রাহুল ও সূর্যকুমার যাদব তিনটি ভালো ইনিংস খেললেও তার মতে, ম্যাচের সেরা ব্যাটসম্যান ছিলেন লিটন। মাশরাফি বিন মর্তুজা বলেন, “লিটন এর কথা আর কী বলব! বেচারা হয়তো ইনিংসটির মূল্যায়ন পেল না। শুধু স্ট্রাইক রেটের জন্য না, দুই ইনিংস মিলিয়ে ও আজকের সেরা ব্যাটসম্যান।”

ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। শুরু থেকে টানা ৪ ওভারের স্পেলে স্রেফ ১৫ রান খরচ করেছেন তিনি। দারুণ ছন্দে থাকা এ পেসারের ক্রমাগত উন্নতির কথা বলেছেন মাশরাফি। পাশাপাশি ২ উইকেট নেয়া সাকিবেরও প্রশংসা করেছেন তিনি।

মাশরাফি বলেন, ‘বোলিংয়ে তাসকিন আসলেই দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, সাকিব সবসময়ের মতোই সেরা তার বোলিংয়ে। অনেক ভালো খেলেছি আমরা, তবে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। বৃষ্টির পর আর নার্ভ ধরে রাখতে পারিনি। শুভকামনা পরের ম্যাচের জন্য বাংলাদেশ দলকে। জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হয়।’

Advertisement