Homeসব খবরজাতীয়বেড়েছে আটা-চিনির দাম, সবজির বাজারে স্বস্তি

বেড়েছে আটা-চিনির দাম, সবজির বাজারে স্বস্তি

রাজধানীর বাজারে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় ৩ পণ্যের দাম। চিনি প্রতি কেজি কিনতে হচ্ছে পঁচাত্তর টাকারও বেশি দামে। এছাড়াও বেড়েছে আটা ও ময়দার দাম। স্বস্তি নেই সয়াবিন তেলেও। তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম। শুক্রবার ছুটির দিনে বাজার করতে এসে বাজেটের সাথে নিত্য পণ্যের দাম মেলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের লোকজনকে।

বাজারে চিনি কিনতে খরচ হচ্ছে আগের চেয়ে বেশি। ৭/৮ দিন আগে প্রতি কেজি প্যাকেট ও খোলা চিনি ৭২ টাকায় কেনা গেলেও এখন তা ৭৫/৭৬ টাকা। দাম বেড়ে ২ কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর বোতলজাত ১ লিটার সয়াবিন তেল মিলছে ১৪৫ থেকে ১৪৮ টাকায়।

এদিকে, সরবরাহ ভালো থাকায় কেজিতে ৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৮ টাকা কেজিতে। তেমন পার্থক্য নেই আমদানি করা পেঁয়াজেও। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যকর বাজার তদারকির দাবি জানিয়েছে ভোক্তারা।

সরবরাহ ভালোর পাশাপাশি ক্রেতা কম থাকায় স্বস্তি রয়েছে সবজির দামে। বেগুন, পটল, কাঁচামরিচসহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে।

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সদ্য ঘোষিত বাজেটে আমদানি করা পণ্যের উপর কোনো করারোপ করা হয়নি। এতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কিছুটা কমবে—এমনটাই প্রত্যাশা ছিল ক্রেতাদের। কিন্তু বাজেট ঘোষণার পর পর আটা, ময়দা, ডাল, তেলসহ অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বেড়েছে।

Advertisement