Homeসব খবরবিনোদনবুবলীর সঙ্গে নেচে গেয়ে আদর বললেন ‘খেলা হবে’

বুবলীর সঙ্গে নেচে গেয়ে আদর বললেন ‘খেলা হবে’

মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর `লোকাল’ এর ট্রেলার সবমহলেই প্রশংসিত হয়। ঈদের ছবির আমেজে বাড়তি মাত্রা যোগ করে।ট্রেলারে চিরায়ত নায়িকার খোলস ছেড়ে নেত্রী চরিত্রে হাজির হয়ে চমকে দিলেন বুবলী। নতুন নায়ক আদর আজাদ দেখালেন ক্রেজি লুকের খেলা! গত শনিবার ট্রেলার প্রকাশ করে নির্মাতা সাইফ চন্দন জানিয়ে দেন তার ছবি ‘লোকাল’ এবারের ঈদে মুক্তি পাবে।

গত সোমবার সন্ধ্যায় প্রকাশ করলো ‘লোকাল’র প্রথম গান ‘খেলা হবে’ ট্রেলার। সুদীপ কুমার দীপের লেখা পুরোপুরি পার্টিমুডের এ গানটি ছবিটিতে যে তরুণ নির্মাতা বিশেষ কিছু দেখাবেন তারই ইঙ্গিত দিলেন।

নির্মাতার ভাষ্য, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের পর পুরো আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। ছবিটি মুক্তির পরেও আমার বিশ্বাস সবার এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে। দর্শকের প্রতি অনুরোধ, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’

চন্দন আরও জানান, ‘লোকাল পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এতে এলাকার মাস্তান টাইপ ছেলের চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ। এই চরিত্রে নিজেকে তৈরি করতে বেশ পরিশ্রম করেছেন সে। বুবলীকেও দেখানো হয়েছে ভিন্নরূপে।’

আদর আজাদ বলেন, ছবিটি নিয়ে আমাদের অনেক পরিশ্রমের গল্প রয়েছে। ট্রেলারে যে ক্রেজি আদরকে সবাই দেখেছেন তা সবার কষ্টের ফল। বুবলী আপু, মিশা সওদাগর ভাই, আহমেদ শরীফ,জনসহ সবাই এই ছবির অসাধারণ পার্ট। সবার অক্লান্ত পরিশ্রমে আজকের ‘লোকাল’। ট্রেলার সবার ভালো লাগার পর আমাদের মাঝে বেশ ভালো লাগা কাজ করেছে। এবার বিশ্বাস নিয়ে হলে যেতে পারেন, আশা করি দর্শকদের বিশ্বাস বিফরে যাবে না।’

একই কথা বললেন বুবলীও। তিনি বলেন, ‘লোকালের গল্প ফুল কমার্শিয়াল। এমন গল্পের ছবি দর্শকরা বেশ আনন্দ নিয়ে দেখবেন। তৃপ্তি পাবেন।’

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত ‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে।

Advertisement