Homeসব খবরক্রিকেটবিসিবির চাপেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি!

বিসিবির চাপেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি!

টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও এক প্রকার বাধ্য হয়েই অবসর নিয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, “ওইখানেও কিন্তু আমাকে করতেই হতো, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল যে আমাকে করতেই হতো। নিতে হয়েছে, বিস্তারিত যাবো না। আমি কার থেকে সহযোগিতা পেয়েছি দেখান তো আমার টাইমে। ২০১১ বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ডাক্তার ছাড় দেয়ার পরও আমাকে দলে নেয়া হয়নি। ২০১৭ সালে যখন অবসরে গেলাম তখন আমার পাশে কেউ ছিল না দেশের মানুষ ছাড়া।’

তিনি আরো বলেন, ‘আমি যখন শ্রীলঙ্কায় পা রেখে হোটেলে যাই, আমি তখনও ট্রাভেল স্যুটও খুলিনি তখনই নিচে আমার সঙ্গে বৈঠকে বসে। ওই বৈঠকের পরই আমি ভাবি যে, কিছু একটা গোলমাল আছে। আমি সবসময় বলে আসতাম আমরা সিদ্ধান্তগুলো কিন্তু হুট করেই হবে। আমি যখন বুঝতে পেরেছি সবার বিপরীতে থাকার প্রয়োজন নাই।’

Advertisement