Homeসব খবরক্রিকেটবিশ্বসেরা ক্রিকেটার এখন আমাদের দলেই আছে : মিরাজ

বিশ্বসেরা ক্রিকেটার এখন আমাদের দলেই আছে : মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল শুক্রবার (২৮ মে) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। তবে সিরিজ জয় নিশ্চিত হলেও তৃতীয় ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য গতকাল এমনটাই জানিয়েছেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে প্রতিটি ম্যাচেই রয়েছে ১০ পয়েন্ট। তাই শেষ ম্যাচেও কোনো ছাড় দিতে চান না মিরাজ। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় মিরাজ বলেছেন, ‘আমাদের আয়েশ করার কিছু নেই। এখানে কিন্তু (সুপার লিগের) পয়েন্টের খেলা। এসব পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। (একটি ম্যাচের) দশটা পয়েন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা বিশ্বকাপের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এখন কিন্তু বাছাইপর্ব চলছে, যারা সেরা সাতে থাকবে তারাই বিশ্বকাপ খেলবে। আমরা সিরিজ জিতেছি এটা আমাদের জন্য অনেক ভালো একটা অর্জন, শ্রীলঙ্কার সাথে প্রথমবার সিরিজ জিতেছি। পাশাপাশি দশটা পয়েন্টও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে হয়তো আমাদের আরও কঠিন অবস্থায় পড়তে হবে। আমরা যদি এই দশটা পয়েন্ট পেয়ে যাই, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে।’

একটি সময় ছিল বিশ্বের তারকা ক্রিকেটারদের অনুসরণ করতো বাংলাদেশি ক্রিকেটাররা। তবে বর্তমানে বাংলাদেশে অনেক তারকা ক্রিকেটার রয়েছে বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উদাহরণ হিসেবে তিনি টেনে এনেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালের নাম। ‌

বিগত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতিমধ্যেই কিংবদন্তিদের তালিকায় নাম উঠিয়েছেন তিনি। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান রয়েছে তামিম ইকবালের।

শুধু তাই নয় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাই দেশি ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তরুণ ক্রিকেটাররা এমনটাই আশা প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ।

তিনি বলেন, ‘আমরা জুনিয়র ক্রিকেটাররা অনেক সবসময়ই সিনিয়রদের কথাই বলি। কারণ একটা জিনিস! একটা সময় আমরা কিন্তু বিশ্বের অনেক খেলোয়াড়েকই আইডল মনে করতাম। কিন্তু এখন বিশ্ব সেরা ক্রিকেটাররা কিন্তু আমাদের চোখের সামনেই আছে। আমরা কিনস্তু একই দলের হয়ে খেলছি। বিশ্বসেরা কিন্তু আমাদের কাছেই আছে।’

Advertisement